Thursday , January 16 2025

শৈলকুপায় জেলা কৃষক দলের নবর্নিবাচিত আহ্বায়ক মো. ওসমান আলী বিশ্বাসকে সংবর্ধনা

শৈলকুপা, প্রতিনিধি:

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো. ওসমান আলী বিশ্বাসকে ঝিনাইদহ কৃষকদলের নবগঠিত কমিটির আহ্বায়ক করায় শৈলকুপা উপজেলা ও পৌর কৃষকদলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয় । এতে শৈলকুপা উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক ও নবগঠিত জেলা কৃষকদলে আহ্বায়ক কমিটির সদস্য ডা. মাহাবুব জামিরের সভাপতিত্বে ও শৈলকুপা উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব ও নবগঠিত জেলা কৃষকদলে আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার কামরুজামানের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ কৃষকদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. ওসমান আলী বিশ্বাস। এ সময় আরও বক্তব্য রাখেন শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, জেলা কৃষকদলেল সদস্য রবিউল ইসলাম , জেলা কৃষকদলের সদস্য হাফিজুর রহমান, শৈলকুপা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলীসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

About somoyer kagoj

Check Also

সন্ধান দিন

ছবির এই ছেলেটি হারিয়ে গেছে। তার নাম রায়হান হোসেন রিজভী, বয়স ১২ বছর। সে কুষ্টিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *