Monday , February 17 2025

ভারতে ৪১ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার অভিযোগে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে ৪১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে রাজ্যের মুর্শিদাবাদের রানিতলা থানার পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগের বাড়ি রাজশাহী জেলায় এবং তাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, গ্রেপ্তার বাংলাদেশিদের মধ্যে চারজনকে মঙ্গলবার পাঁচদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এছাড়া বাকিদের জেল হেফাজত চেয়ে লালবাগ আদালতে তোলা হয়েছে। জেলা পুলিশের শীর্ষ এক কর্তা বলেছেন, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোথাও একসঙ্গে এত বিদেশি নাগরিক ধরা পড়েননি।

এসডিপিও (ভগবানগোলা) উত্তম গড়াই মঙ্গলবার এক সাংবাদিক সম্মেললে বলেন, সোমবার রাতে গোপন সূত্রে আমরা খবর পাই বেশ কিছু বাংলাদেশি নাগরিক গোপনে রানিতলা থানার নশিপুর-সাহেবনগর এলাকা দিয়ে বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। এরপর পুলিশের একটি দল ওই এলাকায় গিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকরা পশ্চিমবঙ্গ এবং অন্য রাজ্যের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দক্ষিণ ভারতের বিভিন্ন নির্মাণস্থলে রাজমিস্ত্রির কাজ করছিলেন। ওই বাংলাদেশিদের কাছে বৈধ কোনও পরিচয় পত্র পাওয়া যায়নি। তারা ভারতের এবং বাংলাদেশের কিছু দালালের সাহায্য নিয়ে পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করতে চলে গিয়েছিলেন।

বাংলাদেশিরা গত দুই বছর ধরে মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভগবানগোলা থানা এলাকার কানাপাড়া ও চর লবনগোলা, রানিনগর থানার কাতলামারি, লালগোলা থানার বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে কয়েকবার যাতায়াত করেছেন। তারা মুর্শিদাবাদের ভগবানগোলার দুজন ও মুর্শিদাবাদ থানার এক দালালের সহায়তায় ভারতে এসে বিভিন্ন রাজ্যে কাজ করতেন। এ জন্য তারা জাল নথি তৈরি করেছিলেন।

About somoyer kagoj

Check Also

ইতিহাসের অন্যতম ব্যয়বহুল হতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল

আন্তর্জাতিক ডেস্ক:দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে ১ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *