Thursday , July 10 2025

সিনওয়ারের ‘শেষ মুহূর্তের’ ভিডিও প্রকাশের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক:

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের শেষ মুহূর্তের ড্রোন ফুটেজ প্রকাশের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ফুটেজে দেখা গেছে, একটি ক্ষতিগ্রস্ত ও জরাজীর্ণ বাড়ির ভেতরে ধ্বংসস্তূপে ঘেরা একটি সোফায় বসে আছেন এক ব্যক্তি। ড্রোনটি উড়ে কাছাকাছি গেলে, ওই ব্যক্তি তার ‘শেষ মুহূর্তে’ ড্রোনের দিকে একটি বস্তু নিক্ষেপ করেন।

সোফায় বসে থাকা ওই ব্যক্তি ইয়াহিয়া সিনওয়ার ছিলেন বলে দাবি করেছে আইডিএফ। তবে যে ভিডিও প্রকাশ করে এমন দাবি করা হচ্ছে, সেটির সত্যতা যাচাই করা যায়নি। তবে ডেন্টাল রেকর্ড, আঙুলের ছাপ ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে সিনাওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ড্রোন ফুটেজ ধারণ করার সময় ইয়াহিয়া সিনওয়ারকে একজন যোদ্ধা হিসেবে শনাক্ত করা হয়েছিল। এরপরই ভবনটিতে অতিরিক্ত শেল ছোড়া হয়। এতে ভবনটি ধসে পড়ে এবং সিনওয়ার নিহত হন। হাগারি বলেন, সিনওয়ারের সাথে বুলেটপ্রুফ ভেস্ট, গ্রেনেড ও ১০ হাজার ৭০৭ ডলার ছিল।

হাগারি বলেন, সিনওয়ার একা একটি ভবনে পালিয়ে গিয়েছিলেন। আমাদের বাহিনী ড্রোন ব্যবহার করে এলাকাটি স্ক্যান করেছিল, যা আপনারা এখানে (ফুটেজ) দেখছেন। সিনওয়ার গুলিতে হাতে আঘাত পেয়েছিলেন, শেষ মুহূর্তে তার মুখ ঢেকে রেখেছিলেন ও ড্রোনের দিকে একটি কাঠের টুকরো ছুঁড়েছিলেন।

আইডিএফ জানিয়েছে, সিনওয়ার পালানোর চেষ্টা করলেও তাদের বাহিনী তাকে হত্যা করে। তবে হামাস এখনো সিনওয়ারের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেনি। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলোতে সিনওয়ারের মতো দেখতে একজন ব্যক্তির মরদেহ দেখা গেছে। যার মাথায় বড় ক্ষত রয়েছে ও তিনি একটি সামরিক ভেস্ট পরা অবস্থায় ধ্বংসস্তূপের মধ্যে আধা চাপা পড়ে আছেন।

About somoyer kagoj

Check Also

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ গেছে অন্তত ৬০৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসরায়েলের হামলায় গত কয়েক দিনে অন্তত ৬০৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *