Saturday , January 18 2025

পাকিস্তানকে হারাতে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক:

এশিয়ার মাটিতে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ২০৯। পাকিস্তান তাদের সামনে লক্ষ্য ছুড়ে দিয়েছে ২৯৭ রানের। মুলতানে সমতা ফেরানোর দ্বিতীয় টেস্টে তাই বেশ সুবিধাজনক অবস্থানেই আছে পাকিস্তান।

রান তাড়ায় নেমে ১১ রানে ২ উইকেট হারিয়েছে ইংল্যান্ড, তৃতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ৩৬ করে। ওলি পোপ ২১ আর জো রুট ১২ রানে অপরাজিত আছেন।

জয়ের জন্য ইংল্যান্ডের আরও ২৬১ রান করতে হবে। বল যেভাবে ঘুরছে, তাতে উইকেটে টিকে থাকা কঠিনই হবে সফরকারিদের। টেস্টের তৃতীয় দিন পড়েছে ১৬ উইকেট। যার মধ্যে ১৩টিই নিয়েছেন স্পিনাররা।

প্রথম ইনিংসে পাকিস্তানের সাজিদ খান ৭টি আর নোমান আলি নিয়েছিলেন বাকি ৩ উইকেট। এবারও ইংল্যান্ডের পতন হওয়া দুটি উইকেট নিয়েছেন এই দুই স্পিনার।

৬ উইকেটে ২৩৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ২৯১ রানে। জবাবে দ্বিতীয় ইনিংসে ২২১ করতে পারে পাকিস্তান। ১৫৬ রানেই তারা ৮ উইকেট হারিয়ে বসেছিল। সালমান আলি আঘা দারুণ লড়াই করে দলকে নিয়ে যান ২২১ পর্যন্ত।

সালমানের ব্যাট থেকে আসে ৬৩ রান। এছাড়া সৌদ শাকিল ৩১, কামরান গুলাম ২৬ আর মোহাম্মদ রিজওয়ান করেন ২৩ রান।

About somoyer kagoj

Check Also

সিনিয়রদের অনুপস্থিতি তরুণদের মেলে ধরার সুযোগ: মিরাজ

স্পোর্টস ডেস্ক:২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *