আনিস প্রধান, পঞ্চগড় :
পঞ্চগড় জেলা শহরে দ্রব্যমুল্য উর্ধগতিতে ১৭ অক্টোবর বাজার মনিটরিং করা হয়। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো:জাকির হোসেন এর নেতৃত্বে,পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রন্জু ও পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কাঁচা বাজার ব্যাবসায়ী দের ক্রয় ও বিক্রয় সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়। মো: জাকির হোসেন পাইকারি ও খুচরা বিক্রেতাদের প্রতিটি বিক্রয় নুন্যতম ৫ কেজি হলেই রশিদ দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেন। বর্তমানে কাঁচা বাজারের দ্রব্য মুল্য বেপরোয়া বেরে যাওয়ার কারন বিষয়ে বাজার নেতা কফিলউদ্দিন জানান। দক্ষিণ বঙ্গে বন্যায় সব তলিয়ে যাওয়া ও উত্তর বঙ্গে টানা বর্ষনে কৃষকের সব্জীর বাগান মরে যাওয়ায় এ অবস্থা।
বর্তমানে দাম কমতে শুরু করছে আগামী দুই সপ্তাহের মধ্যে সকল সবজীর দাম স্বাভাবিক হয়ে আসবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাঁচা মরিচ খুচরা পর্যায়ে কেজি ২৪০ আলু ৫০ পিয়াজ ১১০ পর্যন্ত বিক্রি হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন জানান আমাদের কাছে অভিযোগ এসেছে যে, একটি সিন্ডিকেট চক্র কাঁচা বাজার দ্রব্য হতে মুনাফা লুটার চেষ্টায় দ্রব্য মুল্য উর্ধগতি হচ্ছে। তাই বিষয়টি সরজমিনে ক্ষতিয়ে দেখতে আমাদের এ অভিযান। আমরা আগামীতেও এ অভিযান অব্যাহত রাখব।