Saturday , June 14 2025

তিন বছর পর ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ

বিনোদন ডেস্ক:

আসছে কাজল আরেফিন অমি নির্মিত নতুন ওয়েব কনটেন্ট ‘হাউ সুইট’। এটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। ওয়েব ফিল্মটিতে জুটি বেঁধে অভিনয় করবেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

বুধবার ওয়েব ফিল্মটি নির্মাণের ঘোষণা দেন নির্মাতা কাজল আরেফিন অমি। সাংবাদিকদের অমি বলেন, ‘গল্পটা এখন সিক্রেট থাকুক। যেদিন এটা রিলিজ পাবে তখনই দেখেন।’

২০২১ সালে এক সাইলেন্ট কিলারের গল্প নিয়ে তৈরি হয়েছিল ওয়েব ফিল্ম ‘ট্রল’। এতে জিয়াউল হক অপূর্বর সঙ্গে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। তিন বছর পর অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের মধ্য দিয়ে যুক্ত হলেন অপূর্ব ও ফারিণ।

জানা গেছে, আগামী নভেম্বরে শুরু হবে ‘হাউ সুইট’র শ্যুটিং। ঢাকা, বরিশাল এবং দেশের বেশ কয়েকটি দৃষ্টিনন্দন জায়গায় শ্যুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা। সিনেমাটিতে থাকবে একটি রোমান্টিক ও একটি আইটেম গান।

জানা গেছে, রোম্যান্টিক এই ওয়েব কনটেন্টটি গামী বছর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পাবে।

About somoyer kagoj

Check Also

ঈদে চার পর্বের বিশেষ ব্যান্ড শো

বিনোদন প্রতিবেদক:ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে চার পর্বের বিশেষ ব্যান্ড শো। যেখানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *