Saturday , January 18 2025

টাঙ্গাইলের বাসাইলে উজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জিয়ারত জুয়েল, টাঙ্গাইল:


টাঙ্গাইলের বাসাইলের বায়বাড়ীতে এক সংখ্যালগু নারীকে হত্যার অভিযোগে উজ্জল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উজ্জলের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন গ্রেফতারকৃত উজ্জল ইসলামের বাবা মজিবর বেপারী, মামা কবির হোসেন, স্থানীয় সাবেক কাউন্সিলর নবীনুর রহমান নবীন, স্থানীয় সাবেক কাউন্সিলর ববিতা আক্তার, স্থানীয় বাসিন্দা মোস্তফা খান রাজিব, রদিউজ্জামান বিদ্যুত, হিটন মিয়া, নাহিদ জামান প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘উজ্জল ওই নারী হত্যার সাথে জড়িত নয়। তাকে পরিকল্পিতভাবে এ ঘটনায় ফাঁসানো হয়েছে। আমরা উজ্জলের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ২০১৮ সালের ২৮ অক্টোবর বাসাইল রায়বাড়ী এলাকায় ঝর্না রানী দাস নামে এক সংখ্যালগু নারীকে হত্যার পর লাশ ঘুমের উদ্দেশ্যে ঘরের ভেতর মাটিতে পুতে রাখা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘরের মালিক মনোয়ারা আক্তার নামে এক নারীকে আটক করে পুলিশ। ওই সময় আটককৃত মনোয়ারা আক্তার হত্যার ঘটনার সাথে উজ্জল ইসলামের সম্পৃক্ততার দাবি করেন। পরে উজ্জলকেও আটক করে পুলিশ। এরপর থেকে উজ্জল কারাগারে ছিল। সম্প্রতি উজ্জল জামিনে আসে। পরে উজ্জল আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে উজ্জল কারাগারে রয়েছে।

About somoyer kagoj

Check Also

সন্ধান দিন

ছবির এই ছেলেটি হারিয়ে গেছে। তার নাম রায়হান হোসেন রিজভী, বয়স ১২ বছর। সে কুষ্টিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *