Tuesday , March 18 2025

ইসরায়েলকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ডের

আন্তর্জাতিক ডেস্ক:

জেনারেল হোসেইন সালামি। ইরানের সম্পদকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হলে বা হামলা হলে আরও প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত ১ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারাও পাল্টা হামলা চালাবে। এর প্রেক্ষিতেই কঠোর হুঁশিয়ারি দিলেন হোসেইন সালামি। খবর আল জাজিরার।

তিনি ইসরায়েলকে উদ্দেশ করে বলেন, আপনারা যদি ভুল করেন এবং আমাদের কোনো লক্ষ্যবস্তুতে আক্রমণ করেন, কোনো অঞ্চলে হোক বা ইরান হোক, আমরা আপনাদের কঠোর ভাবে আঘাত করবো। গত মাসে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহসহ আইআরজিসির এক জেনারেলও নিহত হন। তার শেষকৃত্যে অংশ নিয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেন হোসেইন সালামি।

তিনি বলেন, ইসরায়েলকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরান যখন প্রতিশোধ নেবে তখন এসব প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজে আসবে না।

তিনি আরও বলেন, আমরা আপনাদের (ইসরায়েলের) দূর্বলতা জানি এবং আপনারা নিজেরাও তা জানেন। চলতি মাসের শুরুতে প্রায় ১৮০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান।

গাজা ও লেবাননে হত্যাকাণ্ডের পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসি কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে গত ১ অক্টোবর এ হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে তেহরান।

হামলার পরপরই ইসরায়েরের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত আছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বড় ভুল করেছে ইরান। এর চরম মূল্য দিতে হবে।

About somoyer kagoj

Check Also

গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত ৬১ ফিলিস্তিনির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের শিফা হাসপাতাল প্রাঙ্গণ থেকে ৬১ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *