আব্দুল মাজেদ শফিক, লক্ষীপুর:
লক্ষ্মীপুরে ফাতেমা আক্তার নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা নিহতের স্বামীকে আটক করে রাখা হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের সাইফুল মাওলানার বাড়িতে ১৪ই অক্টোবর ভোরে এই ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার ওই এলাকার মৃত মাওলানা সাইফুল ইসলামের কন্যা। জানাযায় ফাতেমা আক্তারকে পাশের গ্রাম, উত্তর দুর্গাপুর মাইজির বাড়ির মোসলেউদ্দিন এর পুত্র রাজুর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে শারীরিক-মানসিক নির্যাতন করে আসছে। তারই সূত্র ধরে আজকের এই ঘটনা। নিহত ফাতেমার বড় বোন রাবেয়া আক্তার বলেন,নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে এবং বোনের সুখ শান্তির জন্য, রাজুকে
একবার জায়গা সম্পত্তি বিক্রি করে বিদেশ পাঠানো হয়েছে। কিছুদিন পর সে চলে আসে। ওই থেকে বিভিন্ন তালবাহানা করে এবং আমরা জানতে পারি, সে আরেকটি বিয়ে করে। তারপর থেকে আমার বোনের উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে বেড়ে যায়,আজকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
প্রশ্নের জবাবে সে আরো বলেন,আমার বোনকে হত্যা করে,পুকুরে পেলে রাখে, পরিকল্পিত ভাবে লাশ এর পর অটোরিকশা যোগে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় অটোরিকশা চালক হওয়ায়, সে নিতে চায়নি। স্থানীয়দের হাতে আটক হয়।
আমরা এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করি। উক্ত ঘটনার বিষয় ইউপি সদস্য তাজনেহার বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি, এর আগেও এই পরিবারের টুকিটাকি খোঁজখবর আমি জানতাম।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়,দেখা গেছে নিহতের স্বামী রাজুকে সন্দেহ জনকভাবে স্থানীয়দের হাতে অবরুদ্ধ করে রেখেছে।