Monday , February 17 2025

রাজধানীতে যে পথে যাবে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি:

বিজয়া দশমির শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের জন্য রাজধানীতে কোন পথ দিয়ে যেতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে পুলিশ।

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এ উৎসবের শেষ দিন পথে পথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখার কথাও বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু হবে। এটি পলাশী মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট বটতলা-সরকারি কর্মচারী হাসপাতাল-পুলিশ হেডকোয়ার্টার্স-নগর ভবন-গোলাপশাহ মাজার-বঙ্গবন্ধু স্কয়ার-গুলিস্থান-নবাবপুর লেভেল ক্রসিং-নবাবপুর রোড-মানসি হল ক্রসিং-রথখোলার মোড়-রায়সাহেব বাজার মোড়-শাঁখারীবাজার-জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সদরঘাট বাটা ক্রসিং-পাটুয়াটুলি মোড়/সদরঘাট টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাট গিয়ে শেষ হবে।

বিসর্জনের অনুষ্ঠানকে উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে ডিএমপি বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি বাড়তি ট্রাফিক ও পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

এছাড়া পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজঘাটে স্থাপন করা হয়েছে তিনটি ওয়াচ টাওয়ার। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

উল্লেখ্য, রাজধানীর বড় অংশের মণ্ডপগুলোর প্রতিমা ওয়াইজঘাটে বুড়িগঙ্গা নদীতে বির্সজন দেওয়া হয়। এছাড়া মোহাম্মদপুরের বসিলা অংশেও বিসর্জন দেওয়া হয়ে থাকে।

About somoyer kagoj

Check Also

সাবেক উপদেষ্টা ও আইজিপি এম আজিজুল হক ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিনিধি:সাবেক আইজিপি এম আজিজুল হক (৮৪) আজ বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) ভোর সাড়ে তিনটায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *