Monday , April 21 2025

এ সরকারের কাছে আমাদের প্রথম দাবি খুনের বিচার চাই

লক্ষ্মীপুর প্রতিনিধি:

আব্দুল মাজেদ শফিক লক্ষীপুর প্রতিনিধি ঃ এ সরকার আন্দোলনের সরকার, এ সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার অনেক কিছু আছে। এর মধ্যে প্রথম যে দাবি, তা হচ্ছে খুনিদের বিচার করতে হবে, হাসিনা সহ তার সাঙ্গু পাঙ্গুদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা দিন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান কালে এসব কথা বলেন । ১০ অক্টোবর বেলা ১১ টা থেকে দিনব্যাপী,চন্দ্রগঞ্জ,দত্তপাড়া,মান্দারী সহ পূজা মন্ডপ গুলো বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, শ্রমিক দল, সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পরিদর্শন করেন।
তিনি আরো বলেন হাসিনা পালিয়েছে তার অপকর্ম এবং অবৈধ সরকার বেশিদিন টিকে না। কিন্তু ওপারে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্নভাবে ষড়যন্ত্রের আতঙ্ক তৈরি করে রেখেছে। তাই সকলকে সজাগ থাকতে হবে। আমাদের যাতে বদনাম না হয় এবং আমরা যাতে কোনভাবে ষড়যন্ত্রের শিকার না হয়। বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। হিন্দুদের পূজা মন্ডপে কোন ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
আমরা এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
বিএনপি গণমানুষের দল,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ অনুসারে বিএনপি আজও আধুনিক মডেল হিসেবে বাংলাদেশ সহ পৃথিবীতে পরিচিত।
বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিভিন্নভাবে গুম খুন হত্যা মামলা দিয়ে হয়রানি করা সহ নানাবিধ ক্ষতিগ্রস্ত করেছে। মামলার গ্লানি টানতে টানতে নেতাকর্মীদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে।
আন্দোলন করতে গিয়ে বিভিন্ন নেতাকর্মী দেশের মানুষ হাত-পা চোখ হারিয়ে চিরদিনের জন্য অন্ধ এবং পঙ্গুত্ব জীবন যাপন করেছে। সরকারের কাছে দাবি জানাই তাদেরকে চিকিৎসা ও আর্থিক সহায়তা করার জন্য।
পাশাপাশি তিনি পাঁচপাড়া স্কুলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মোঃ বেলাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু,উত্তর জয়পুরের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি নেতা ইউসুফ, জেলা যুবদলের সাবেক নেতা আহসান হাবীব, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,দত্তপাড়া ইউনিয়ন বিএনপির আতিকুর রহমান, শাহ আলম চৌধুরী, মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি আহসানুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, যুবদল নেতা আবু সিদ্দিক রাজু, আব্দুর রহিদ,মুরাদ হোসেন,থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম অন্তর থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সার্বজনিন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমির কর্মকার ও সর্বজয়া পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি বাবু নিরঞ্জন সহ সকল মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ।

About somoyer kagoj

Check Also

যুবদল নেতা জিকু দুষলেন বিএনপি নেতা বিপ্লবকে

কুষ্টিয়া অফিস:কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা পশুহাটের ইজারা নেওয়ায় ইজারাদারের চাচা চাল ব্যবসায়ী আব্দুর রশিদের শহরস্থ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *