Saturday , January 18 2025

আকাশের তিমি’ বিমানটি কত লম্বা জানেন?

আন্তর্জাতিক ডেস্ক:

‘আকাশের তিমি’ আখ্যা পাওয়া বেলুগা বিমান সম্প্রতি কলকাতায় কয়েক ঘণ্টা থাকার পরই সেটি চীনে উড়ে গেছে। ফের ১৩ অক্টোবর এই বিমানটি কলকাতায় ফিরে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

বেলুগা বিমানের আকৃতি শুরু থেকেই একটি চর্চার বিষয়। বিমানের মাথার সেই আকৃতির কারণেই এটিকে ‘আকাশের তিমি’ বলে ডাকা হয়। বেলুগা এক্সএল বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ জ্বালানি নিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এটি। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আবার চীনের তিয়ানজিনের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।

এদিকে এই বিশাল বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতেই অনেক যাত্রী সেটিকে দেখতে উৎসুক হয়ে ওঠেন। আকার এবং আকৃতির জন্য আকাশপথ পরিবহণে বেশ চর্চিত এই বিমান।

১৯৯২ সালে এই ধরনের বিমান তৈরির কাজ শুরু হয়েছিল। জানা যায়, একটি বেলুগা বিমান তৈরিতে প্রায় তিন বছর সময় লাগতে পারে।

এদিকে বেলুগা-এক্সএল (যে বিমানটি কলকাতায় অবতরণ করে) ২০২০ সাল থেকে চালু হয়েছে। বেলুগা এক্সএল বিমানটি ৬৩.১ মিটার লম্বা। ডানা ৬০.৩ মিটার। এর মালবহনের ক্ষমতা প্রায় ৫১ টন।

About somoyer kagoj

Check Also

ইতালির মিলানে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা, থাকছে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *