Saturday , January 18 2025

দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষায় কাজ করছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা রক্ষায় দেশব্যাপী কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। জেলায় জেলায় মোতায়েন সেনাসদস্যরা পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সদা তৎপর রয়েছেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করবেন এই প্রত্যাশা বাংলাদেশ সেনাবাহিনীর। পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরা সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে দুর্গোৎসব উদযাপন সার্থক ও সুন্দর করে তুলবেন এই প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাংবাদিকদের বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। সবাই নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন।

সেনাপ্রধান বলেন, সবাই যার যার ধর্ম পালন করবেন। সেজন্য যা কিছু করতে হয় তা আমরা করবো। আমরা মাঠে আছি। আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন, পূজা করবেন।

About somoyer kagoj

Check Also

থার্টি ফার্স্ট নাইটে শুধু শব্দদূষণেই ৯৯৯ এ হাজারের বেশি ফোন

নিজস্ব প্রতিনিধি:নিষেধাজ্ঞা অমান্য করে বিকট শব্দে আতশবাজি-পটকা ফাটিয়ে উদযাপিত হয়েছে নতুন বছর ২০২৫। রাত ১২টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *