Thursday , January 16 2025

দিল্লিতে অপরাজেয় যাত্রা দীর্ঘ করতে পারবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক:

দিল্লিতে হারের রেকর্ড নেই বাংলাদেশের। অন্যদিকে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে হারের স্বাদ পেয়েছিল ভারতও। সে হিসেবে আজ বুধবার সিরিজে ফেরার ক্ষেত্রে আত্মবিশ্বাসী হতেই পারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৫ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের একমাত্র জয়টি এই দিল্লিতেই। মধুর সেই স্মৃতিও হতে পারে বাংলাদেশের জন্য বড় শক্তি।

দিল্লিতে বাংলাদেশের প্রথম জয় ২০১৯ সালের ৩ নভেম্বরে। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় হয়ে এটিই। ওই ম্যাচে রোহিত শর্মার দলের বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল মাহমুদউল্লাহর দল। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ১৫ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে একমাত্র জয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলছেন সেই ভারতের বিপক্ষেই। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ১৭ বছরের ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি সিরিজকে স্মরণীয় করে রাখতে ভালো কিছু করতে চাইবেন মাহমুদউল্লাহ। সেজন্য এই সিরিজে ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটারের কাছে একটু বেশিই প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেটভক্তদের।

দিল্লিতে বাংলাদেশের দ্বিতীয় জয়টি গত বছরের ওয়ানডে বিশ্বকাপে। ওই ম্যাচে ভারত নয়, শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। সব ঘটনাকে ছাপিয়ে ওই ম্যাচের আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের ‘টাইমড আউট’। ওই ঘটনা পুরো ক্রিকেট বিশ্বে বিতর্কের সৃষ্টি করেছিল।

নির্ধারিত সময়ের মধ্যে প্রথম বল মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেন সাকিব আল হাসান। সে সময়ের অধিনায়ক সাকিবকে বুদ্ধিটি দিয়েছিলেন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে ম্যাথিউজকে আউট দেন আম্পায়ার।

দিল্লিতে এখন পর্যন্ত এই দুটি ম্যাচই খেলেছে বাংলাদেশ। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এটি বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচ জিতে দিল্লিতে অপরাজেয় যাত্রা দীর্ঘ করতে পারে কিনা বাংলাদেশ, সেটিই দেখার বিষয়।

About somoyer kagoj

Check Also

সিনিয়রদের অনুপস্থিতি তরুণদের মেলে ধরার সুযোগ: মিরাজ

স্পোর্টস ডেস্ক:২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *