Thursday , November 7 2024

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে বিজিবির ফোন নম্বর

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জেলাগুলোর পূজামণ্ডপে যেকোনো ধরনের জননিরাপত্তাহানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ফোন নম্বরে যোগাযোগ অনুরোধ জানিয়েছে বাহিনীটি। মঙ্গলবার (৮ অক্টোবর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবির সহায়তার জন্য নিচে দেওয়া মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন-মোবাইল নম্বর: 01769601110; টেকনাফ ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769601130; রামু ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769601140; নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769601120; রুমা ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01669601520; আলীকদম ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01669601530; বলিপাড়া ব্যাটালিয়ন, থানচি- মোবাইল নম্বর: 01550553950; রাঙামাটি সেক্টর- মোবাইল নম্বর: 01769601209 ও বিকল্প নম্বর: 01769601207; খাগড়াছড়ি ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769601309 ও বিকল্প নম্বর: 01769611407।

চট্টগ্রাম ব্যাটালিয়ন-মোবাইল নম্বর: 01769601609 ও বিকল্প নম্বর: 0176960103; ফেনী ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769617844 ও বিকল্প নম্বর: 01769617831; কুমিল্লা ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01897608300 ও বিকল্প নম্বর: 01897608304; সুলতানপুর ব্যাটালিয়ন, ব্রাহ্মণবাড়িয়া- মোবাইল নম্বর: 01769603212 ও বিকল্প নম্বর: 01769603243; সরাইল ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769613245; হবিগঞ্জ ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769613637 বিকল্প নম্বর: 01769603439; বিয়ানীবাজার ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01669613590 ও বিকল্প নম্বর: 01769603429; শ্রীমঙ্গল ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769617727 ও বিকল্প নম্বর: 01769613532।

সিলেট ব্যাটালিয়ন-মোবাইল নম্বর: 01769613049 ও বিকল্প নম্বর: 01669613074; জকিগঞ্জ ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01669613080; সুনামগঞ্জ ব্যাটালিয়ন মোবাইল নম্বর: 01669613129 ও বিকল্প নম্বর: 01769617360; নেত্রকোণা ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01669613440 ও বিকল্প নম্বর : 02223376605; ময়মনসিংহ ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01669613381।

জামালপুর ব্যাটালিয়ন-মোবাইল নম্বর: 01769617621; রংপুর ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769-602319; কুড়িগ্রাম ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769602324 ও বিকল্প নম্বর: 01769602329 ও বিকল্প নম্বর: 01769612470; নীলফামারী ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769612655 ও বিকল্প নম্বর: 01769612646; লালমনিরহাট ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769617037 ও বিকল্প নম্বর: 01769602339; তিস্তা ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769-612687; পঞ্চগড় ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769617170 ও বিকল্প নম্বর: 01769602429; ঠাকুরগাঁও ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769602419 ও বিকল্প নম্বর: 01769612592; দিনাজপুর ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769602214 ও বিকল্প নম্বর: 01769602229; ফুলবাড়ি ব্যাটালিয়ন ও মোবাইল নম্বর: 01769602229; জয়পুরহাট ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769612345 ও বিকল্প নম্বর: 01769612346; নওগাঁ ব্যাটালিয়ন ও মোবাইল নম্বর: 01769-616666; পত্নীতলা ব্যাটালিয়ন- মোবাইল নম্বর: 01769-616600।

About somoyer kagoj

Check Also

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি: সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *