Monday , April 21 2025

হিনার জন্মদিন উপলক্ষ্যে যা করলেন ভক্তরা

বিনোদন ডেস্ক:

ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউড অভিনেত্রী হিনা খান। ক্যানসারের তৃতীয় ধাপ চলছে তবুও আশাবাদী। এর মাঝেও সব সময় হাসি মুখে ভক্তদের সামনে হাজির থেকেছেন তিনি।

এদিকে এ অভিনেত্রীর জন্মদিনে তার কাছের মানুষ ও অনুরাগীরা নায়িকার জন্মদিন উদযাপনকে আরও বিশেষ করে তুলেছিল। সেই ঝলকই অভিনেত্রী শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। হিনা খান তার ইনস্টাগ্রামে একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও শেয়ার করেছেন।

যেখানে দেখা যায়, তার ৩৭ তম জন্মদিন উদযাপনের কিছু মুহূর্ত তুলে ধরেছেন। বন্ধু এবং ভক্তদের ভালবাসায় অভিনেত্রীর এই বিশেষ দিন আরও বিশেষ হয়ে উঠেছিল। সকলের ভালোবাসায় আল্পুত অভিনেত্রী এই ভিডিওটি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন।

ভিডিও পোস্ট করে হিনা ক্যাপশনে লিখেছেন, ‘কী আশ্চর্য! এত বছর ধরে নিরন্তর ভালোবাসা দিয়ে আসছেন আপনারা আমাকে। আমি প্রতি বছর আপনাদের এত প্রশংসা, আশীর্বাদ পেয়ে আপ্লুত। আপনারা প্রতিটি কঠিন সময় আমার পাশে ছিলেন।’

এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার ‘হিনাহোলিক’রা আমার শক্তি, আমার আশ্রয়, আমার অভিভাবক। আমি জানি আপনারা আমার পিছনে আছেন এবং আপনারা তা বারবার প্রমাণ করেছেন। এমনকি আমার জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ পর্যায়েও।’

প্রসঙ্গত, চলতি বছরে জুন মাসের শুরুতে হিনা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ক্যানসারে আক্রান্তের কথা প্রকাশ করেছিলেন। সে পোস্টের একটি অংশে লেখা ছিল, ‘হ্যালো সবাইকে, সম্প্রতি আমাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। আমি সমস্ত হিনাহোলিক এবং যারা আমাকে ভালবাসেন এবং যত্ন করেন তাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর ভাগ করতে চাই। আমার স্টেজ থ্রী স্তন ক্যানসার ধরা পড়েছে।’

About somoyer kagoj

Check Also

নতুন গল্পে ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’, শুরু হলো শুটিং

বিনোদন প্রতিবেদক: তরুণদের ব্যাচেলর লাইফ নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের ধারাবাহিক নাটক নির্মাণ করে তুমুল জনপ্রিয়তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *