Monday , February 17 2025

ছাত্র আন্দোলনে গুলি চালানো ‘ছাত্রলীগ ক্যাডার’ লিটন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ফেনীর মহিপালে শটগান দিয়ে গুলিবর্ষণকারী ‘ছাত্রলীগ ক্যাডার’ ওসমান গনি লিটনকে (৩০) রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ আগস্ট দুপুরে ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ করছিল। ওই কর্মসূচিতে অংশ নেন নবম শ্রেণীর ছাত্র ওয়াকিল আহমদ শিহাব (১৭)। এ সময় ফেনীর একজন সাবেক সংসদ সদস্যের প্ররোচনায় ও নির্দেশে আসামিরা ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে নির্বিচারে গুলিবর্ষণ করে।

এ সময় শিক্ষার্থী ওয়াকিল আহমদ শিহাব আহত অবস্থায় প্রাণ বাঁচানোর জন্য মহিপাল প্লাজা মার্কেটে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কিন্তু আসামিদের ছোড়া গুলিতে কপাল এবং শরীরের বিভিন্ন স্থান ঝাঁজরা হয়ে যায়। ওই অবস্থাতেই আসামিরা তাকে লোহার রড ও রাইফেলের বাট দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে।

এ ঘটনায় গত ২০ আগস্ট নিহত শিক্ষার্থী শিহাবের মা ফেনী মডেল থানায় ১৫১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানিয়েছে, ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ভিডিও পর‌্যালোচনা করে গুলি চালানো ব্যক্তিটি ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি লিটনকে শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

About somoyer kagoj

Check Also

সাবেক উপদেষ্টা ও আইজিপি এম আজিজুল হক ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিনিধি:সাবেক আইজিপি এম আজিজুল হক (৮৪) আজ বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) ভোর সাড়ে তিনটায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *