Tuesday , January 14 2025

হাসান নাসরুল্লাহর মৃত্যুতে হামাসের শোক-শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের বিমান হামলায় প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহতের ঘটনায় শোক জানিয়েছে হিজবুল্লাহর ‘ভ্রাতৃপ্রতিম’ সংগঠন হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনটি নাসরুল্লাহকে শ্রদ্ধাও জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৈরুতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাদের পরিচালিত বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ওই হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারকিও নিহত হয়েছে বলে দাবি আইডিএফের।

শোক জানিয়ে হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা আমাদের আন্তরিক সমবেদনা, সহানুভূতি ও সংহতি জানাচ্ছি ভ্রাতৃপ্রতিম লেবাননের জনগণ এবং হিজবুল্লাহর ভাইদের, একইসঙ্গে লেবাননের ইসলামি প্রতিরোধের প্রতি।

আমরা এই বর্বর ইহুদিবাদী আগ্রাসন ও বৈরুতের দক্ষিণ শহরতলিতে আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করার তীব্র নিন্দা জানাই। আমরা এটিকে সন্ত্রাসবাদের একটি কাপুরুষোচিত কাজ, একটি গণহত্যা এবং একটি জঘন্য অপরাধ বলে মনে করি, যা আবারও রক্তপাত ও বর্বরতাকে প্রমাণ করে।

বিবৃতিতে হামাস আরও উল্লেখ করেছে, ইতিহাস প্রমাণ করেছে ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ, তার সমস্ত উপদল ও উপস্থিতির জায়গায় যখনই এর নেতারা শহীদ হন তখনই আরেকটি প্রজন্ম এই পথে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে যায়।

ফিলিস্তিনের স্বাধীনতা কামনায় হামাসকে ব্যাপক সমর্থন জানিয়েছিলেন হিজবুল্লাহ প্রধান। হামাস সেই কথা স্বীকার করে তার সমর্থনকে স্বাগত ও শ্রদ্ধা জানিয়েছে। ইসরায়েলকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা করতেও ভোলেনি সংগঠনটি।

About somoyer kagoj

Check Also

ইতালির মিলানে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা, থাকছে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *