Tuesday , March 18 2025

সৌদির বিশ্বকাপ নিয়ে নেইমারের বড় প্রত্যাশা

স্পোর্টস ডেস্ক:
কাতারের পর এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনে বেশ এগিয়ে সৌদি আরব। সব কিছু ঠিক থাকলে ২০৩৪ সালের ফুটবলের বিশ্ব আসরের আয়োজক হতে যাচ্ছে মরুর দেশটি।

এই বিশ্বকাপ ঘিরে বাড়তি প্রত্যাশা ব্রাজিলিয়ান সুপার নেইমারের। বিশ্ব আসরটি সকলের জন্য রোমাঞ্চকর হবে বলে মনে করেন সৌদি ক্লাব আল হিলাল তারকা। ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষ দিকে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে চূড়ান্ত করতে পারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করার পরও সরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এতে স্বাগতিক হওয়ার দৌড়ে একক প্রার্থী হিসেবে রয়েছে সৌদি আরব। সোমবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তা প্রকাশ করে আল হিলাল। সেখানে নেইমার বলেন, বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়া সৌদি আরবের প্রাপ্য।

ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘সৌদি আরবে বিশ্বকাপ হলে আমি খুশি হবো। আমি মনে করি, সবার জন্য খুব রোমাঞ্চকর বিশ্বকাপ হবে। সারা বিশ্বের মানুষ সৌদি সংস্কৃতি, দেশ সম্পর্কে আরও জানার সুযোগ পাবে, তাই এখানে সবার সঙ্গে থাকা হবে দারুণ অভিজ্ঞতা… তাদের এই সুযোগ প্রাপ্য।’

২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী বিশ্ব আসর থেকে অংশ নেবে ৪৮টি দল। এরপর ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। বিশ্বকাপের শতবর্ষ পালন উপলক্ষে লাতিন আমেরিকার ৩ দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে হবে এই আসরের প্রথম ৩টি ম্যাচ।

৪৮ দলের বিশ্ব আসরের একক আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে ২০২২ সালের কাতারের মতো সৌদিতে বিশ্বকাপের আসর বসবে নভেম্বর-ডিসেম্বরে।

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার খেলেছেন ৩টি বিশ্বকাপে। এসিএল চোটে ২০২৩ সালের অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন তিনি। এখন সেরে ওঠার শেষ ধাপে আছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

About somoyer kagoj

Check Also

গার্দিওলার সামনে এখন ৯টি ফাইনাল

স্পোর্টস ডেস্ক:আগামীবছর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে ম্যানচেস্টার সিটি? ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *