Saturday , January 18 2025

দাম্পত্য অভিমান নাকি বিচ্ছেদসূচনা

বিনোদন ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রকার সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল সোমবার। এ দিন মুক্তি পায় তার নতুন সিনেমা ‘টেক্কা’র প্রথম গান। কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে তিনি উদযাপন করেছেন দিনটা। তবে সেই সময়টুকুতে সশরীরে ছিলেন না স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এমনকি একটি বারের জন্যও তার নামটিও উঠে আসেনি কারও মুখে। সে কারণে ছড়িয়েছে পড়েছে গুঞ্জন। সৃজিত-মিথিলার সম্পর্কে এখন কী চলছে, দাম্পত্য অভিমান নাকি বিচ্ছেদসূচনা?

জন্মদিনেও কাজ করে সময় পার করেছেন সৃজিত। সেখানে কেক কাটার সঙ্গী ছিলেন নায়ক দেব অধিকারী, স্বস্তিকা মুখোপাধ্যায়। উপস্থিত অনেকে জানতে চেয়েছেন, বিশেষ পার্টির পরিকল্পনা আছে কি না! জবাব দিয়েছেন স্বস্তিকা। তিনি বলেছেন, ‘কোনও পার্টি দিচ্ছে না। যা হওয়ার বাড়িতেই হবে। এটুকু খবর তো রাখি, এর আগে একসঙ্গে অনেক জন্মদিন কাটিয়েছি আমরা।’ সৃজিত বলেছেন, ‘একদমই তাই। আজ কোনও পার্টি নয়, বরং মায়ের সঙ্গে সময় কাটাব। মা অনেক রান্না করেছে। জমিয়ে খেয়ে জন্মদিন পালন হবে।’

শৈশব থেকেই সিনেমা পাড়ায় বড় হয়েছেন সৃজিত। তার মা-বাবা সিনেমা দেখতে ভালোবাসতেন। তিনি বলেন, ‘বছরজুড়েই আমরা সিনেমা দেখতাম। আমার বাবা-মা খুব সিনেমার ভক্ত ছিলেন। তারা সব ভাষার, সব ধরনের ছবি দেখতেন। আর আমি এমন একটা পাড়ায় বড় হয়েছি, যেখানে চারপাশে প্রচুর সিনেমা হল ছিল। বলা যায়, আমি সিনেমা দিয়ে ঘেরা ছিলাম।’

কাজের ফাঁকে কেক কাটার ওই এ সময় স্ত্রী মিথিলার নাম নেননি সৃজিত। বরং স্বস্তিকার সঙ্গে কথায় কথায় ফিরে ফিরে যাচ্ছিলেন অতীত জন্মদিনের স্মৃতিতে। আগে তাদের প্রেম ছিল, সেকথা নতুন করে মনে করিয়ে দিয়েছেন অনুরাগীদের। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও তেমন রাখঢাক করেননি সৃজিত-স্বস্তিকা। ‘টেক্কা’ ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে আর রুক্মিণী মৈত্র পুলিশ। প্রধান চরিত্রে দেব ও আরেকটি চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। অক্টোবর মাসে মুক্তি পাবে ছবিটি।

২০১৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন ভারতীয় নির্মাতা সৃজিত। এখন পর্যন্ত সৃজিত নির্মিত েকানো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে ভারতের বেশ কিছু নির্মাতার সিনেমায় কাজ করেছেন মিথিলা। বিচ্ছেদের গুঞ্জনে দুজনার কারও পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। সর্বশেষ সৃজিত পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘পদাতিক’ ‍মুক্তি পেয়েছে কিছুদিন আগে।

About somoyer kagoj

Check Also

পুষ্পা ২: মুক্তির আগেই ক্ষুব্ধ দর্শক!

বিনোদন ডেস্ক:মুক্তির আগে মুগ্ধতার কথা ছিলো, অথচ দর্শকরা প্রকাশ করছে ক্ষুব্ধতা! ৫ ডিসেম্বর মুক্তি পেতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *