Wednesday , July 9 2025

চোটে ভোগা নাদালকে নিয়েই ডেভিস কাপের স্পেন দল

স্পোর্টস ডেস্ক:
রাফায়েল নাদাল সাম্প্রতিক সময়ে ইউএস ওপেন এবং লেভার কাপ থেকে নিজেই সরে যান। সবশেষ সাতটি গ্র্যান্ডস্লাম লড়াইয়ে মাত্র একটিতে অংশগ্রহণ করেছেন নাদাল। সেই নাদালকে নিয়েই এবার ডেভিস কাপের দল সাজালো স্পেন।

২২ বারের গ্র্যান্ডস্লাম জয়ী নাদালের সঙ্গে পাঁচ সদস্যের স্পেন দলে আছেন ফ্রেন্স ওপেন এবং উইম্বলডনজয়ী কার্লোস আলকারেজ।

প্যারিস অলিম্পিকে পুরুষদের দ্বৈতে আলকারাসের সঙ্গে জুটি বেঁধে কোয়ার্টার-ফাইনালে হারের পর থেকে আর কোর্টে নামেননি নাদাল। ডেভিস কাপের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন, যা শুরু হবে আগামী ১৯ নভেম্বর।

About somoyer kagoj

Check Also

স্টেডিয়ামে শিরোপা উদযাপনের সময় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৩

স্পোর্টস ডেস্ক: আলজেরিয়ায় টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করেছে এমসি আলজার। সেই শিরোপা উদযাপনের বাধভাঙা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *