Thursday , March 20 2025

ভারতে ফ্রিজে মিলল ৩০ খণ্ডের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বেঙ্গালুরুর ভায়ালিকাভালের একটি অ্যাপার্টমেন্টের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। যেটি ৩০ খণ্ডে খণ্ডিত করা ছিল। মরদেহটি ২৬ বছর বয়সী এক তরুণীর বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অ্যাপার্টমেন্ট থেকে বাজে গন্ধ আসার পর প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে এটি গত কয়েকদিন ধরেই ফ্রিজে রাখা ছিল। অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) সতিশ কুমার জানিয়েছেন, মরদেহের পরিচয় শনাক্ত করতে পেরেছেন তারা।

তিনি বলেছেন, “প্রাথমিক তদন্ত শেষে আমরা আরও তথ্য জানাব। এই নারী ব্যাঙ্গালুরুতে থাকলেও তার বাড়ি অন্য রাজ্যে। একটি ডগ স্কোয়াড ও ফিঙ্গারপ্রিন্ট দল ক্রাইম সিন সংরক্ষণ করবে। এছাড়া ফরেনসিক সাইন্স ল্যাবরেটরির একটি দলকেও ডাকা হয়েছে।”

তিনি আরও বলেছেন, “২৬ বছর বয়সী এই নারীর মরদেহ খণ্ডিত অবস্থায় ফ্রিজের ভেতর পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনাটি আজকে ঘটেনি। আমরা তরুণীর পরিচয় শনাক্ত করেছি। আগে আমরা প্রাথমিক তদন্ত শেষ করে পরবর্তীতে আরও তথ্য জানাব।”

পুলিশের যে দলটি প্রথমে অ্যাপার্টমেন্টটিতে যায় তারা সেখানে ১৬৫ লিটারের এক দরজার একটি ফ্রিজ দেখতে পায়। ওই সময় ফ্রিজটি চালু ছিল। তবে মরদেহটিতে কীট পতঙ্গ ধরেছিল।

২০২২ সালে দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামের এক তরুণীকে তার বয়ফ্রেন্ড হত্যা করে ৩৫ টুকরো করে। এরপর সেগুলো সে একটি জঙ্গলে নিয়ে ফেলে দেয়।

About somoyer kagoj

Check Also

গাজায় এক রাতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল রাতে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এছাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *