Tuesday , January 14 2025

আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) দেশটির সান লুইস অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আর্জেন্টিনার সান লুইস অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের নীচে ১২৯ কিলোমিটার গভীরে ছিল বলেও সংস্থাটি জানিয়েছে।

এর আগে গত বছরের জানুয়ারিতে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় কার্ডোবা শহরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটের দিকে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৫৮৬ কিলোমিটার গভীরে।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় প্রায়শ ভূমিকম্প আঘাত হেনে থাকে। এর আগে, গত বছরের ১৭ জুলাই দেশটিতে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের গভীরতা ছিল ১৬৯ কিলোমিটার।

এছাড়া একই বছরের ৫ আগস্ট দুপুরের দিকে আর্জেন্টিনায় আরেকটি শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির ভূকম্পন জরিপ সংস্থা এনসিএস সেসময় জানিয়েছিল, রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।

About somoyer kagoj

Check Also

ইতালির মিলানে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা, থাকছে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *