Tuesday , January 14 2025

ছাত্র আন্দোলন সিএমএইচে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১১০৯ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি:

সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক হাজার ১০৯ জন শিক্ষার্থী।

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে।

সিএমএইচসহ দেশের অন্য ১০টি সিএমএইচে মোট এক হাজার ৮০৯ জন আহত শিক্ষার্থী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ৭০০ জন আহত শিক্ষার্থী সিএমএইচে চিকিৎসাধীন। অবশিষ্ট এক হাজার ১০৯ জন শিক্ষার্থী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর।

About somoyer kagoj

Check Also

ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশিদের

আন্তর্জতিক ডেস্ক:পরিপ্রেক্ষিতে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। মোজাম্বিকের পাশের দেশ মালাউই হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *