আনিস প্রধান, পঞ্চগড় নবাগত জেলাপ্রশাসক, মোঃ সাবেত আলী:
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)২৪ জেলায় কর্ম রত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। অনুষ্ঠানটি জেলাপ্রশাসক হল রুমে অনুষ্ঠিত হয়। এ সময় জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলাপ্রশাসক ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার শহীদের প্রতি শ্রদ্ধা ও আন্দোলনকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন,পাশাপাশি দেশের সর্ব উত্তর জনপদের জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জানতে চান। সাংবাদিকরা জেলার উন্নয়নে প্রতিবন্ধকতা সমস্যা তাকে জ্ঞাত করেন। জেলার বিভিন্ন পেক্ষাপটে সমস্যা গুলো সমাধান করতে সাংবাদিক ও সুশীল সমাজের একত্রিত হয়ে কাজ করার উপর সহায়তার কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বিগত স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট ২/৩ জন সাংবাদিক উপস্থিত না থাকায় সকল সাংবাদিক ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত সাংবাদিকদের মাঝে পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান ও সাধারণ সম্পাদক শাহ জালাল, পঞ্চগড় প্রেসক্লাবের আহব্বায়ক সরকার হায়দার, এ রায়হান, এ রহমান মকুল,রাজু,ডিজার হোসেন বাদশা, রাশেদুজ্জামান রাশেদ, বাবুল,এনামুল আনাম ও সময়ের কাগজের পঞ্চগড় প্রতিনিধি জাহিরুল ইসলামসহ অনেকেই তাদের বক্তব্য তুলে ধরেন। পরিশেষে নবাগত জেলাপ্রশাসক চলমান পেক্ষাপটে পঞ্চগড় জেলাকে একটি দূর্নীতিমুক্ত আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার অংঙ্গীকার করেন।