Monday , April 21 2025

পঞ্চগড় নবাগত জেলাপ্রশাসক এর সাংবাদিক মতবিনিময়

আনিস প্রধান, পঞ্চগড় নবাগত জেলাপ্রশাসক, মোঃ সাবেত আলী:

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)২৪ জেলায় কর্ম রত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। অনুষ্ঠানটি জেলাপ্রশাসক হল রুমে অনুষ্ঠিত হয়। এ সময় জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলাপ্রশাসক ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার শহীদের প্রতি শ্রদ্ধা ও আন্দোলনকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন,পাশাপাশি দেশের সর্ব উত্তর জনপদের জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জানতে চান। সাংবাদিকরা জেলার উন্নয়নে প্রতিবন্ধকতা সমস্যা তাকে জ্ঞাত করেন। জেলার বিভিন্ন পেক্ষাপটে সমস্যা গুলো সমাধান করতে সাংবাদিক ও সুশীল সমাজের একত্রিত হয়ে কাজ করার উপর সহায়তার কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে বিগত স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট ২/৩ জন সাংবাদিক উপস্থিত না থাকায় সকল সাংবাদিক ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত সাংবাদিকদের মাঝে পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান ও সাধারণ সম্পাদক শাহ জালাল, পঞ্চগড় প্রেসক্লাবের আহব্বায়ক সরকার হায়দার, এ রায়হান, এ রহমান মকুল,রাজু,ডিজার হোসেন বাদশা, রাশেদুজ্জামান রাশেদ, বাবুল,এনামুল আনাম ও সময়ের কাগজের পঞ্চগড় প্রতিনিধি জাহিরুল ইসলামসহ অনেকেই তাদের বক্তব্য তুলে ধরেন। পরিশেষে নবাগত জেলাপ্রশাসক চলমান পেক্ষাপটে পঞ্চগড় জেলাকে একটি দূর্নীতিমুক্ত আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার অংঙ্গীকার করেন।

About somoyer kagoj

Check Also

যুবদল নেতা জিকু দুষলেন বিএনপি নেতা বিপ্লবকে

কুষ্টিয়া অফিস:কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা পশুহাটের ইজারা নেওয়ায় ইজারাদারের চাচা চাল ব্যবসায়ী আব্দুর রশিদের শহরস্থ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *