Tuesday , March 18 2025

আর্জেন্টিনাই শীর্ষে, দুই ধাপ নেমেছে বাংলাদেশ

স্পের্টস ডেস্ক:

ফিফা র‌্যাংকিং বাড়ানোর লক্ষ্যে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এক ম্যাচ জিতে আরেক ম্যাচে হেরে বাংলাদেশ ফিরেছিল থিম্পু থেকে। সিরিজ ড্র করে ফিরলেও বাংলাদেশে মোটেও ভালো ফুটবল খেলতে পারেনি। তার নেতিবাচক প্রভাব পড়েছে ফিফা র‌্যাংকিংয়ে। বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৪ থেকে দুই ধাপ নেমে এখন ১৮৬ নম্বরে।

অবনমন হয়েছে ভুটানেরও। দলটি ১৮২ থেকে নেমে এখন ১৮৪ নম্বরে। বাংলাদেশ ও ভুটানের পেছনে থাকা ব্রুনাই দারুসসালাম চমক দেখিয়েছে ৭ ধাপ এগিয়ে। দেশটি এখন ১৮৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার ৭ দেশের মধ্যে এগিয়েছে কেবল শ্রীলংকা। তারা ৫ ধাপ এগিয়ে এখন ২০০ নম্বরে। বাংলাদেশ ও ভুটানের মতো পিছিয়েছে ভারতও। ১২৪ থেকে দুই ধাপ পিছিয়ে দেশটি ১২৬ নম্বরে।

এ দিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। ১ থেকে ১৫ নম্বরে থাকা দলগুলোর অবস্থান পরিবর্তন হয়নি। বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্স আছে দ্বিতীয় স্থানেই। পাঁচে ব্রাজিল। ইউরো চ্যাম্পিয়ন স্পেন আছে আগের মতোই তিনে। চারে ইংল্যান্ড।

About somoyer kagoj

Check Also

গার্দিওলার সামনে এখন ৯টি ফাইনাল

স্পোর্টস ডেস্ক:আগামীবছর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে ম্যানচেস্টার সিটি? ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *