মোঃ এলাহী মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ার বাংলাদেশ দুতবাসের কর্মকর্তাদের অপকর্ম অনেক দিনের। বিগতদিনে একাধিক গণমাধ্যমে দুতাবাসের দুর্নীতি সংবাদ প্রকাশিত হলেও আজ পর্যন্ত কোন প্রতিকার প্রবাসীরা পাইনি। যার ফলশ্রুতিতে দুতবাসের দুর্নীতিবাজ কর্মকর্তারা আরও বেপরোয়া উঠেছে। বিশেষ করে বর্তমানে ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগীর ও সুমন চন্দ্র দাসের সিন্ডিকেট নিজেদের খেয়াল খুশি মত প্রবাসীদের জিম্মি করে শতশত কোটি টাকা লুটেপুটে নিজেদের পকেটে ভরছে।অন্যদিকে প্রবাসীরা অসহায় হয়ে মানবতার জীবন-যাপন পার করছে। প্রবাসীদের পিঠে দেয়াল ঠেকে গেছে , এমন পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার সকালে ১০.৩০টায় সাধারণ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা তাদের দীর্ঘদিনের বেশকিছু দাবী-দাওয়া নিয়ে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ দুতবাসে অবস্থান কর্মসূচি করবে এবং স্মারকলিপি দিবে।
দাবী গুলির মধ্যে অন্যতম হলো মালয়েশিয়া অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে মাল্টিপল ভিসা ব্যবস্থা করতে মালয়েশিয়া ইমিগ্রেশনের সাথে কূটনৈতিক আলোচনা করে মাল্টিপল ভিসা ব্যবস্থা করতে হবে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত নিউজের ভিত্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ও বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কথা বললে সাধারণ প্রবাসীদের পাসপোর্ট বাতিল করে দেওয়ার হুমকিদাতা, দুর্নীতিতে জড়িত, কলিং সিন্ডিকেটে জড়িত, বিভিন্ন কারণে জেলখানায় আটকৃত বন্দি প্রবাসীদের ট্রাভেল পাস সিন্ডিকেটের সাথে সরাসরি যুক্ত ডিপুটি হাইকমিশনার খোরশেদ খাস্তগীর এবং লেবার উইংয়ের ১ম সচিব সুমন চন্দ্র দাস সহ সকল দুর্নীতিগ্রস্ত দূতাবাসের কর্মকর্তার অপসারণ করতে হবে।