Tuesday , March 18 2025

চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ শুরু

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে পূর্ব ঘোষিত বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে সাধারণ মানুষও অংশ নিয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল পৌনে ৩টায় নগরের নিউমার্কেট এলাকায় বিক্ষোভ শুরু হয়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা থেকে নিউমার্কেটের আশপাশে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে বিকেল পৌনে ৩টায় নিউমার্কেট মোড়ে শহীদ কামাল উদ্দিন চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা এসময় স্লোগান দেন ‘উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র হত্যার বিচার চাই, আমার ভাই মারলো কেন, বিচার চাই।’

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরুর পর নিউমার্কেটসহ আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সমাবেশ কেন্দ্র করে সিটি কলেজ এলাকায় অবস্থান নিয়েছে পুলিশের একটি দল।

About somoyer kagoj

Check Also

নন্দীগ্রামে তৃণমূলে একাট্টা বিএনপি,বেড়েছে সাংগঠনিক তৎপরতা 

এমদাদুল হক, বগুড়া বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে একাট্টা হয়েছে তৃণমূল নেতাকর্মী। উপজেলা পর্যায় থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *