Thursday , November 7 2024

রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের কর্মসূচি শেষে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গোয়েন্দা পুলিশ তুলে নেয়ার চেষ্টা করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে। এতে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধস্তাধস্তির মধ্যে দুই শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগ করেছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হয়। তারপর সেখান থেকে মুখে লাল কাপড় বেঁধে একটি মৌন মিছিল শুরু করেন শিক্ষকরা। এতে শিক্ষকদের পাশাপাশি অংশ নেন জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

প্রায় ঘণ্টাখানেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে মৌন মিছিল শেষ হয়। মৌন মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় সাদা পোশাকের অস্ত্রধারী কয়েকজন শিক্ষাথীদের তুলে নেওয়ার চেষ্টাকালে পুলিশের সাথে তাদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়।

পরে শিক্ষার্থীদের চিৎকারে সেখানে শিক্ষকরা উপস্থিত হয়ে ছাত্রদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সাদা পোশাকের পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বেধে যায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের হস্তক্ষেপে আটককৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

About somoyer kagoj

Check Also

যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যার মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:ঢাকার দক্ষিনখান থানার পুলিশ আজ বৃহস্পতিবার সকালে বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি নামে্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *