Friday , October 11 2024

ম্যানসিটি ছাড়ার বিষয়ে যা বলছেন আলভারেজ

স্পোর্টস ডেস্ক:

সর্বশেষ কোপা আমেরিকা চলাকালেই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের ম্যানচেস্টার সিটি ছাড়ার আলোচনা ওঠে। যে ক্লাবের হয়ে তিনি সম্ভাব্য সব শিরোপা জিতেছেন, তাদের সঙ্গে কেন বিচ্ছেদ চাচ্ছেন– সেই প্রশ্ন উঠতেই পারে। তবে উত্তরও হাতে আছে আলভারেজের। সিটিতে কোচ পেপ গার্দিওলার অধীনে যথেষ্ট সময় খেলার সুযোগ না পাওয়া নিয়ে নাকি অসন্তুষ্ট এই তারকা ফরোয়ার্ড। এ নিয়ে তিনি নিজেও কথা বলেছেন।

বর্তমানে আর্জেন্টিনার হয়ে অলিম্পিক ফুটবলে ব্যস্ত আলভারেজ। তার হাত ধরেই আরেকটি স্বর্ণ জয়ের স্বপ্ন আলবিসেলেস্তেদের। যদিও এখনও তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি। যা নির্ভর করছে গ্রুপপর্বের শেষ ম্যাচের ওপর। আর্জেন্টিনা-ইউক্রেন আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে। কোয়ার্টারে উঠতে হলে তাদের জয়ের বিকল্প নেই, ড্র করলে পড়তে হতে পারে সমীকরণের মারপ্যাঁচে।

অলিম্পিক মিশন শেষেই ম্যানসিটি ছাড়ার বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন আলভারেজ। যদিও সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। ইংলিশ চ্যাম্পিয়ন ক্লাবটিতে নিজের ভবিষ্যত নিয়ে ২৪ বছর বয়সী তারকা বলেন, ‘এ (দলবদল) নিয়ে অনেক কথা হচ্ছে। বর্তমানে আমি এখানে (অলিম্পিক) মনোযোগী, কারণ এটি স্বল্প দৈর্ঘ্যের টুর্নামেন্ট। ম্যানচেস্টার সিটিতে আমি ভালো আছি, যেখানে আমি অনেক সময় ধরে খেলছি।’

‘গেমস (অলিম্পিক) শেষ হলে আমরা বিষয়টি নিয়ে ভাবব। প্রথমত যদি আমি সুযোগ পাই তাহলে কিছুদিন ছুটি কাটাব, তারপর এ নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তে যাব’, আরও যোগ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

গত মৌসুমে এফএ কাপের ফাইনালে সিটি খেলেছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। সেই ম্যাচে বদলি হিসেবে নামানো হয় আলভারেজকে। এরপর থেকেই তিনি অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেবেন বলে গুঞ্জন শুরু হয়। যদিও তিনি বলছেন ভিন্ন কথা, ‘সম্ভবত বড় ম্যাচে মাঠের বাইরে থাকার বিষয়টি বিরক্তিকর, সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ সময়ে মাঠে তার দলের হয়ে অবদান রাখতে চায়। তবে আমার মৌসুমটি ভালো কেটেছে, তাই আমি খুব খুশি।’

আলভারেজের খেলার সময় কম পাওয়া নিয়ে কথা বলেছেন কোচ গার্দিওলাও। কিংবদন্তি এই কোচ বর্তমানে দল নিয়ে প্রাক-মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে তিনি জানান, ‘আমি তার বিকল্প নেওয়ার বিষয়ে ভাবছি না। আমি জানি সে গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলতে চায়, ঠিক অন্য খেলোয়াড়রাও চায় এমনটা। আমাদের ১৮-১৯ ফুটবলার আছে যারা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলতে চায়। আমি শুনেছি সে (আলভারেজ) এটি নিয়ে ভাবছে, ঠিক আছে, সে চিন্তা করে আমাদের জানাক যে সে কী চায়।’

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ জানুয়ারি নিজের ২২তম জন্মদিনে সিটিতে যোগ দেওয়ার কথা প্রথম সামনে আনেন আলভারেজ। ২ কোটি ইউরোয় তাকে দলে ভেড়ায় ইংলিশ ক্লাবটি। এরপর সিটির হয়ে একে একে জেতেন প্রিমিয়ার লিগ ও এফএ কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা।

About somoyer kagoj

Check Also

বাফুফের সভাপতি পদে অচেনা মিজানুর রহমান

স্পোর্টস ডেস্ক: বাফুফে সভাপতি পদে গতকাল কোনো ফরম বিক্রি হয়নি। আজ দুপুরের মধ্যে দুটি ফরম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *