এম এ মন্ডল এটম, রাজারহাট (কুড়িগ্রাম):
কুড়িগ্রাম জেলার রাজারহাটে ৫টি চোরাই গরু উদ্ধার করেছে রাজারহাট থানা পুলিশ। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ ফারুক মিয়া, এসআই মিজানুর রহমান, এসআই আজমীর হোসেন, এসআই নিরঞ্জন রায়, এএসআই আল মামুন ও সঙ্গীয় ফোর্সসহ লালমনিরহাটের ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ঘড়িয়ালডাঙ্গা ও ছিনাই ইউনিয়নে রাতভর অভিযান পরিচালনা করে আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য আতিকুর রহমান ওরফে আতিক কসাইকে গ্রেফতার করে তার দেয়া তথ্য মোতাবেক রাজারহাটের পার্শ্ববর্তী লালমনিরহাট থানার পঞ্চগ্রাম ইউনিয়নের রাজারহাট থানার মামলা নং ৫ তারিখঃ ০৮-০৭-২৪ ধারা ৪৫৭/৩৮০ পেনা কোড এর চোরাই আলামত ৩ টি গরুসহ মোট ৫ টি গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরুগুলি রাজারহাট থানা পুলিশ আইনি প্রক্রিয়ায় প্রকৃত মালিককে প্রদান করেন।