বিপ্লব রহমান, গাবতলী (বগুড়া):
২০২৩-২০২৪ অর্থ বছরে উন্নয়ন সহায়তা তহবিল এর আওতায় (এমপি’র বিশেষ) বরাদ্দে বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের প্রান্তিক দুস্থ নারীকে সেলাই মেশিন এবং প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন ও ইউএনও নুসরাত জাহান বন্যা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, আ’লীগ নেতা মাহবুব মিলন, জেলা যুবলীগের সহ-সভাপতি নাছিরুজ্জামান টিটো, ইউপি সচিব তহমিনা বেগম, সদস্য সংরক্ষিত শিরিন আকতার, ইউপি সদস্য রেজাউল করিম রাজ্জাক, আশরাফ আলী, বাদল, পাতা, স্বপন প্রাং প্রমুখ। দু’টি প্রকল্পে মোট ৮ লাখ টাকা ব্যয়ে ৩৭ জন নারী এবং ৬৪জন কৃষকদের মাঝে এই উপকরণ গুলো বিতরণ করেন।