ঢাবি প্রতিনিধি
কোটা সংস্কার ও ২০১৮ সালের সরকারি পরিপত্র বহাল রাখার দাবিতে শাহবাগ ব্লক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৭ জুলাই) বিকাল চারটায় বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে আশপাশের যানবাহন আটকে পড়ে। তবে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য পথ তৈরি করে দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
এর আগে দুপুর আড়াইটা থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন। দুপুর তিনটায় বিভিন্ন ডিপার্টমেন্ট ও হলের ব্যানারে সামনে জড়ো হতে থাকেন তারা। একের পর এক ডিপার্টমেন্ট কোটাবিরোধী স্লোগান দিতে দিতে জড়ো হয়। এরপর আন্দোলনকারীরা দুপুর সাড়ে তিনটায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস শ্যাডো, হল পাড়া, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সমানে দিয়ে ঘুরে শাহবাগ মোড়ে এসে ব্লক দেয় বিকাল চারটায়।
মিছিলে আন্দোলনকারীরা ‘দফা এক, দাবি এক’, ‘কোটা নট কামব্যাক’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না, মেধা? মেধা! মেধা!’, ‘ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বাংলা ব্লকেড সফল করো!’, ‘সারা বাংলা অবরোধ, অবরোধ, অবরোধ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখা হেডব্যান্ড মাথায় পরেন। অনেকের হাতে রয়েছে জাতীয় পতাকা। আবার কেউ কেউ জাতীয় পতাকা বেঁধেছেন মাথায়।