Thursday , July 10 2025

নান্দাইল চৌরাস্তায় অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন

ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা গোলচত্বর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন।

রোববার (৭ জুলাই) নান্দাইল উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের লোকজন সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত নান্দাইল চৌরাস্তায় মহাসড়কের কিশোরগঞ্জ মোড়, নান্দাইল মোড় ও কেন্দুয়া মোড়ের সকল অবৈধ স্থাপনা দোকান-পাট ভেঙ্গে গুড়িয়ে দেন।

এ সময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ, সড়ক ও জনপথ বিভাগ কিশোরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রোস্তম আলী, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া সাধারণ মানুষ প্রশাসনে সাধুবাদ জানান এবং উদ্ধারকৃত সরকারি জায়গায় আর যেন অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে সে জন্য যাত্রী সাধারণের জন্য যাত্রী ছাউনী ও খোলা জায়গায় যানবাহন স্ট্যান্ড নির্মাণ অথবা সরকারের পক্ষ থেকে দৃষ্টি-নন্দন স্থাপনা নির্মাণের জোর দাবী জানান।

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, সরকারি জায়গায় যে সমস্ত ঘর আছে, তা সবগুলোই ভাঙ্গবে। কিন্তু সরকারি জায়গায় অনেক গুলো অবৈধ স্থাপনা রেখেই উচ্ছেদ অভিযান শেষ করেছে প্রশাসন, যা নিন্দাজনক ও সাধারণ জন মনে প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, সরকারি জায়গাতে কোন অবৈধ স্থাপনা থাকবে না, এ অভিযান অব্যাহত আছে। যদি কেউ পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ করতে চায়, তবে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা হতে পারে। সরকারি জায়গা যেন সুরক্ষিত থাকে, সেজন্য সকলকেই সচেতন হতে হবে।

ফরিদ মিয়া, নান্দাইলঃ

About somoyer kagoj

Check Also

ওসি মনজুর কাদের ভুইঁয়াকে দ্রুত প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়া থানার বিতর্কিত ওসি মনজুর কাদের ভুইঁয়ার বিরুদ্ধে মামলা হওয়ায় পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *