ইুউনুছ শিকদার, নোয়াখালী:
সুবর্ণচরে থানারহাট কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান’২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার থানারহাট কলেজের অধ্যক্ষ মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে কলেজটির থানারহাট বাজার ভিত্তিক ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক মো. হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪ নং চর ওয়াপদা ইউনিয়ন আওয়ামী আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুন্সি, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট মো. অলি উদ্দিন সেলিম, ওমান প্রবাসী ও সমাজ সেবক আকবর হোসেন (ডুবাই), দানবীর ও শিক্ষানুরাগী সায়েম চৌধুরী, চর ওয়াপদা ইউনিয়ন যুবলীগ নেতা দুলাল উদ্দিন কিরণ, থানারহাট কলেজের জমিদাতা সৈয়দ আহমেদ, হাজী মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. ওয়াহিদ উদ্দিন, থানার হাট কলেজের প্রভাষক মামুন আরাফাত, চর ওয়াপদা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ হোসেন, সমাজসেবক আব্দুল মুনাফ মেম্বার, ব্যবসায়ী মো. আলাউদ্দিন নুর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা থানারহাট কলেজের প্রথম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নানাবিধ পরামর্শ মূলক দিকনির্দেশনা প্রদান করেন। এর পাশাপাশি তারা কলেজের উন্নয়ন, আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, অভিভাবকদের করণীয় ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রভাষক আমজাদ হোসেন আনসারি। অনুষ্ঠান শেষে অতিথিদের হাত থেকে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।