Tuesday , March 25 2025
oppo_2

রুবিনার পিঠা বিক্রির ঘরটি চেয়ারম্যানের নির্দেশে ভেঙ্গে দিল চৌকিদার

ইকবাল হোসেন, গাজীপুর প্রতিনিধি:

স্থানীয়দের অভিযোগ,বাজারে সরকারি জমিতে অবৈধভাবে দখল করে প্রভাবশালীরা করেছেন মার্কেট। বাঁশ দিয়ে নির্মিত ছোট্ট একটি ঘর। সেখানে পিঠা বিক্রি করে সংসার চালাচ্ছেন রুবিনা আক্তার (৪৫)।

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা বাজারে রুবিনার ছোট একটি পিঠার ঘর। গোসিংগা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পিঠার ঘরটি ছিল। শুক্রবার (২৮) জুন সকালে ঘরটি ভেঙ্গে ফেলে কয়েকজন চৌকিদার। এ বিষয়টা নিয়ে স্থানীয়রা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রুবিনা আক্তার জানিয়েছেন বাজারের জায়গায় পিঠা বিক্রি করে আমার সংসার চলে। এবং বাজারের ইজারাদারকে প্রতিনিয়ত টাকা দিয়ে এখানে পিঠা বিক্রি করছি।

সরেজমিনে এগিয়ে দেখা হয় ইউসুফ নামের এক চৌকিদারের সাথে। তিনি বলেন, গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছেন, তাই াঙছি।

এ বিষয়ে চেয়ারম্যান ছাইদুর রহমান শাহিনের কাছে জানতে চাইলে তিনি দৈনিক সময়ের কাগজ-কে বলেন, বাজারে কয়েকজন মিলে স্থায়ীভাবে স্থাপনা করতে চাইছে। মূলত বাজারের সৌন্দর্যর কেউ যাতে নষ্ট করতে না পারে সেজন্য এটি করা হয়েছে। কারো স্থাপনা ভেঙ্গে দেওয়া হইছে এটি মিথ্যা।

About somoyer kagoj

Check Also

স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখ, বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার মাগুরা প্রতিনিধি: মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *