Thursday , March 20 2025

মালয়েশিয়ায় চার জন বাংলাদেশিসহ এক নারী অপহরণকারী আটক

মোঃ এলাহী মালয়েশিয়া প্রতিনিধি:

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলম এলাকায় এক বাংলাদেশিকে অপহরণ করার অভিযোগে চার বাংলাদেশি ও মিয়ানমারের এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ। তদন্তের স্বার্থে কারও নাম পরিচয় প্রকাশ করেনি। তবে গ্রেপ্তার চার বাংলাদেশিদের বয়স ২৩ থেকে ৩৭ বছর বলে জানা গেছে। পুলিশের সহকারী কমিশনার রজলাম আব হামিদ বলেন,অপহরণের শিকার বাংলাদেশির বাবার অপহরণের বিষয়ে থানায় একটি অভিযোগ করেন। অপহরণকারীরা তার ছেলেকে ধরে নিয়ে ২ লাখ রিঙ্গিত (প্রায় ৫২ লাখ টাকা) দাবি করেন। অপহরণের পরে বাংলাদেশে তার স্ত্রীর কাছে অপহরণকারীরা একটি ভিডিও রেকর্ডিং পাঠায় অপহরণকারীরা তার স্ত্রীকে বলেন, টাকা দিতে না পারলে তাকে হত্যা করা হবে। ভুক্তভোগীর বাবার ধারণা, যারা তার ছেলেকে কিডন্যাপ করেছে তারা তাদের পরিচিত। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে উদ্ধার অভিযানটি অনেক ঝুঁকিপূর্ণ জেনে আমরা যৌথভাবে পুলাউ পিনাং কন্টিনজেন্ট পুলিশ হেডকোয়ার্টার, উত্তর পূর্ব আঞ্চলিক পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের একটি স্কোয়াড এবং বুকিত আমান থানার সহায়তায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং এ অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করি। রজলাম আব হামিদ আরও বলেন, পরে তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ শাহ আলম এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করতে সফল হয় এবং আরও দুজন বাংলাদেশিসহ মিয়ানমারের একজন নারীকে আটক করতে সক্ষম হয়েছি। কমিশনার রজলাম আব হামিদ বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে নির্যাতন কোডের ৩৬৫ ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হবে।

About somoyer kagoj

Check Also

গাজায় এক রাতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল রাতে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এছাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *