Thursday , November 7 2024

বাংলাদেশের হারের পর অবসরে ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের খেলার দিকে তাকিয়ে ছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কোনোমতে জিতে গেলেই যে অসিদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেতো। কিন্তু আফগানদের ১১৫ রানে আটকে দিয়েও পারেনি বাংলাদেশ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিতে নাম লিখিয়েছে আফগানিস্তান। তাতেই বিদায় হয়ে গেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হওয়ার পর ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর হয়ে গেছে ডেভিড ওয়ার্নারের।

তিন ফরম্যাটের মধ্যে কেবল টি-টোয়েন্টিটাই অবসর নেওয়ার বাকি ছিল ওয়ার্নারের। ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলেছেন নভেম্বরে বিশ্বকাপের ফাইনাল জয়ের মধ্য দিয়ে। জানুয়ারিতে খেলেন তার শেষ টেস্ট। এরপরই জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপই হতে পারে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেটাই হলো।

ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ডেভিড ওয়ার্নারের টি-টোয়েন্টি পরিসংখ্যান সম্বলিত পোস্টে তাকে ধন্যবাদ দিয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ১১০ টি-টোয়েন্টি খেলে ৩২৭৭ রান করেছেন ওয়ার্নার।

বাঁহাতি এই মারকুটে ব্যাটারের নামের পাশে আছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৪৯ সেঞ্চুরিসহ প্রায় ১৯ হাজার রানের মালিক তিনি।

About somoyer kagoj

Check Also

অবসরের পর কোচিংয়ে আগ্রহী নন মেসি

স্পোর্টস ডেস্ক:লিওনেল মেসির অবসর নিয়ে গুঞ্জনের যেন শেষ নয়। তবে এই তারকা বরাবরের মতোই বলেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *