স্পোর্টস ডেস্ক:
প্রতিযোগিতামূলক ম্যাচে টানা পাঁচ ম্যাচ জয়হীন কাটালো ব্রাজিলের। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের।
ব্রাজিলের খেলায় ছিল না সেই ‘শৈল্পিক ব্রাজিলে’র ছোঁয়া। তুমুল আক্রমণ করলেও একজন ফিনিশারের অভাববোধ হয়েছে ব্রাজিল দলে। তবুও দলের পারফরম্যান্স নিয়ে খুশি কোচ দরিভাল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রথম ম্যাচ বিবেচনায় আমরা ভাল খেলেছি। আমরা পুরো সময় জুড়েই পাস দিয়ে খেলেছি। আমরা কিছু গোলের সুযোগও তৈরি করেছিলাম।’
দলের ফিনিশিং নিয়ে একটু চিন্তিত কোচ দরিভাল। ‘হাঁ, আমি মানি আমাদের ফিনিশিং ভালো হয়নি; কিন্তু সার্বিক দিক বিবেচনায় আমরা ইতিবাচক খেলেছি। আমাদেরকে এটার সমাধান খুঁজে বের করতে হবে। আমরা সঠিক পথেই রয়েছি। উন্নতি হবেই।’
দলের পারফরম্যান্স সম্পর্কে কোচ বলেন, ‘আমাদের কিছু মুহূর্তের দরকার ছিল, কিছু আক্রমণাত্মক দৌড়ের দরকার ছিল। আমার কাছে মনে হয়েছে এটাই আমাদের বড় দুর্বলতা।’=