Saturday , January 18 2025

গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বিপ্লব রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের মোট ১ কোটি ৪০লক্ষ ৭৩ হাজার ৪০০শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । ২৫ জুন মঙ্গলবার নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন অত্র   ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল । এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভুইয়া, ইউপি সচিব আনোয়ারুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান (১) ইকবাল হোসেন সবুজ,  মাহমুদ্দুন নবী অটল(২), ইউপি সদস্য রাকিবুল হাসান রকি, মোজাম প্রামানিক, আলফাজুল রহমান আলফাজ, দুলালী বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

About somoyer kagoj

Check Also

সন্ধান দিন

ছবির এই ছেলেটি হারিয়ে গেছে। তার নাম রায়হান হোসেন রিজভী, বয়স ১২ বছর। সে কুষ্টিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *