স্পোর্টস ডেস্ক:
মানুষের রূপে পৃথিবীতে নাকি এলিয়েন ঘুরে বেড়ায়। সম্প্রতি এক গবেষণায় এমন দাবি করা হয়েছে। জুন ২৪, ১৯৮৭; পৃথিবীতে তেমনই এক এলিয়েন নেমে আসেন। যার নাম লিওনেল মেসি। দুই যুগ ফুটবলে বিশ্বকে বুদ করে রেখে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন তিনি। সোমবার ওই মেসির ৩৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
স্ত্রী ও সন্তানদের নিয়ে জন্মদিন উদযাপন করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। কোপা আমেরিকা খেলতে যুক্তরাষ্ট্রে থাকা লিও’র জন্মদিন উদযাপন করেছেন তার সতীর্থরাও। কীভাবে জন্মদিন উদযাপন করা হয়েছে, উপহার পেয়েছেন কিনা তা অবশ্য গোপন রাখা হয়েছে।
তবে এবারের জন্মদিনের সেরা উপহার যে সতীর্থদের থেকে তিনি এখনও পাননি সেটা বলাই যায়। সর্বশেষ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওই আসরে সতীর্থদের থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিরোপা উপহার পান তিনি। মেসির ফুটবল ক্যারিয়ারে সম্ভবত ওটাই সেরা জন্মদিনের উপহার।
কারণ এর আগে রাশিয়া বিশ্বকাপের মধ্যে তার জন্মদিন পড়েছিল, ব্রাজিল কিংবা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময়ও জন্মদিন এসেছিল। কিন্তু হতাশায় আসর শেষ হওয়ায় জন্মদিনের সময়টা বিবর্ণ হয়ে গিয়েছিল। কোপা আমেরিকায় দু’বার ফাইনালে শিরোপা হারান মেসি। জন্মদিনের সময়ই অবসর নিতে হয়েছিল তাকে।
এবারের জন্মদিনের সময়ও তেমনি কিছু হোক চান না মেসির সতীর্থরা। সোমবার মেসির ৩৮তম জন্মদিন পালন করা হলেও সতীর্থরা তাই কাঙ্খিত উপাহারটা তুলে রেখেছেন। যার নাম কোপা আমেরিকার শিরোপা। আগামী ১৪ জুলাই ওই শিরোপা মেসির হাতে তুলে দিয়েই নিশ্চয় আলভারেজ-মার্টিনেজরা তাকে জন্মদিনের উপহার দিতে চাইবেন।