Tuesday , March 18 2025

ঈদের আগে পেট্রোলের দাম কমালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পেট্রোলেরর দাম কমানোর ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রতি লিটারে দাম কমানো হয়েছে ১০ দশমিক ২০ পাকিস্তানি রুপি। শুক্রবার (১৪ জুন) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অফিস থেকে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পেট্রোলের নতুন দাম (১৫ জুন) মধ্যরাত থেকে কার্যকর হবে।

দেশটির প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পেট্রোলের পাশাপাশি হাই স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ২ দশমিক ৩৩ রুপি কমিয়ে ২৬৭ রুপি করা হয়েছে।

এর পরেই অর্থ বিভাগ সর্বশেষ মূল্য হ্রাসের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। পাকিস্তানে বর্তমানে এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২৬৮ দশমিক ৩৬ রুপিতে। কিন্তু নতুন মূল্য কার্যকর হলে এর দাম হবে ২৫৮ দশমিক ১৬ রুপি।

শুধু পেট্রোলের ক্ষেত্রেই দেশটির জনগণকে স্বস্তি দেওয়া হয়নি। এর আগে প্রতি ইউনিটে বিদ্যুৎ বিল কমানো হয়েছে ১০ দশমিক ৬৯ রুপি।

About somoyer kagoj

Check Also

গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত ৬১ ফিলিস্তিনির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের শিফা হাসপাতাল প্রাঙ্গণ থেকে ৬১ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *