স্পোর্টস ডেস্ক:
স্কটল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ইংল্যান্ড পেয়েছিল এক পয়েন্ট। এরপর তারা হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। ওদিকে স্কটল্যান্ড হারায় নামিবিয়া ও ওমানকে। ইংল্যান্ডের জন্য সুপার এইটের পথ হয়ে গিয়েছিল বেশ কঠিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ড বড় ব্যবধানে হারলে সুবিধা হবে তাদের।
কিন্তু এর মধ্যে অজি পেসার জশ হ্যাজিলউডের এক মন্তব্য তোলপাড়ই সৃষ্টি করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে বাদ দেওয়ার চেষ্টাই তারা করবেন, এমন বলেছিলেন তিনি। এরপর ম্যাচটি নিয়ে আলোচনা হচ্ছে বেশ। তবে স্কটল্যান্ড ম্যাচের আগে বিষয়টি পরিষ্কার করেছেন প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়ার এই পেসার বলেছেন, ‘আমার মনে হয় যখন আপনি মাঠে যাবেন তখন প্রতিবারই সেরা চেষ্টটা করবেন (জিততে)। যদি তা না করেন, এটা তাহলে স্পিরিট অব ক্রিকেটের বিপক্ষে। আমি জশের (হ্যাজিলউডের) সঙ্গে কথা বলেছি, ও আসলে মজা করেছে সেদিন। তার কথা কিছুটা কনটেক্সের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’
নিজেদের কাজটা অবশ্য করে রেখেছে ইংল্যান্ড। ওমানকে ১৯ বলের ভেতরই হারিয়েছে তারা। এখন নেট রান রেটে তারা এগিয়ে আছে স্কটিশদের চেয়ে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও তাদের জয়ই নিশ্চিত করবে সুপার এইট। তবে তাদের এই ম্যাচের আগেই কামিন্স জানিয়েছেন, আক্রমণাত্মক হয়ে খেলবেন তারা।
তিনি বলেন, ‘আমরা মাঠে যাবো আর চেষ্টা করবো খুব ভালো টুর্নামেন্ট কাটানো স্কটল্যান্ডের বিপক্ষে ভালো খেলার। ম্যাচটা কঠিন হবে। নেট রান রেট নিয়ে আমাদের হাসি-ঠাট্টা হয়েছে কিন্তু এটা আমাদের খেলার ধরনে একদমই বদল আনবে না। আমি কখনওই ম্যাচ জেতার মানসিকতা ছাড়া মাঠে ঢুকি না। আক্রমণাত্মক থাকতে হবে, যেমন ছেলেরা আছে এখন অবধি।’
তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে স্কটল্যান্ডের বিপক্ষে কিছু বদল আসবে সেটি জানিয়ে কামিন্স বলেন, ‘আমি নির্বাচক বা কারো সঙ্গে কথা বলিনি, এজন্য জানি না তারা কী ভাবছে। কিন্তু আমি অবাক হবো না (যদি কোনো বদল আসে)। আমি জানি টুর্নামেন্টের মূল স্রোতে যাওয়ার আগে আমরা স্কোয়াডের সবাইকেই ম্যাচ দিতে চাইবো।’