নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় নেপিয়ার ঘাস খেয়ে এক খামারির ২৬টি গরু মারা গেছে। রোববার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তাহাযীদ অ্যাগ্রো ফার্মে এ ঘটনা ঘটে। এখনও বেশকিছু গরু অসুস্থ অবস্থায় আছে। মারা যাওয়া গরুর সংখ্যা আরও বাড়তে পারে।
জানা যায়, নেত্রকোনার পূর্বধলায় বাণিজ্যিকভাবে তাহাযীদ এগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তুলেছেন জহিরুল ইসলাম। এ বছর কোরবানি ঈদকে সামনে রেখে অর্ধশতাধকি ষাঁড় গরু প্রস্তুত করেছেন। খামারের পাশেই ঘাস চাষ করেন খামার মালিক। এসব ঘাস নিয়মিত খাওয়াতেন খামারের গরু গুলোকে। গত সোমবার ও মঙ্গলবার হঠাৎ ওই খামারের গরু অসুস্থ হতে শুরু করে। এরমধ্যে গত দুইদিনে তাহাযীদ এগ্রো ফার্মে ২৬টি গরু মারা গেছে। আরও ১০-১৫ টি গরু অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
খামারের মালিক জাহিরুল ইসলাম জানান, নেপিয়ার কাঁচা সবুজ ঘাস খাওয়ানোর পরে শনিবার সন্ধ্যায় খামারের অনেগুলো গরুগুলো অসুস্থ হয়। সবমিলিয়ে খামারের ২৬টি গরু মারা গেছে। গরুগুলো কোরবানির সময় বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। তার খামারের প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার জানান, বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। ধারণা করা হচ্ছে নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। ঘাসের নমুনা সংগ্রহ করছে প্রাণি সম্পদ বিভাগ। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে। মেডিকেল টিম মাঠে সার্বক্ষণিক কাজ করছে।