স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপদ যেন পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার। দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে তারা ৯ জনকে নিয়ে। এবার জানা গেলো, বার্বাডোসে স্কোয়াডে যোগ দেওয়ার পথে ভ্রমণের সময় বাধাবিঘ্নের মুখে পড়েছে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়।
ক্রিকেট ডটকম এইউ এক প্রতিবেদনে জানিয়েছে, যাত্রাপথে বড় বাধার সম্মুখীন হয়েছেন তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
আইপিএল ফাইনাল খেলে কামিন্স অস্ট্রেলিয়ায় ফিরে যান। ৪৮ ঘণ্টার মতো দেশে থেকে বার্বাডোসের উদ্দেশে রওনা হন তিনি। দুই দিনের যাত্রা শেষে ফ্লাইট থেকে নেমে এই পেসার আবিষ্কার করেন, তার লাগেজ হারিয়ে গেছে!
এদিকে স্টার্ক ও ম্যাক্সওয়েলের ফ্লাইট বিলম্বিত ছিল। এ কারণে লস অ্যাঞ্জেলস ও মায়ামিতে রাত কাটাতে হয়েছে তাদের। এর আগে অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও সমস্যার মুখে পড়েন। ওয়ার্ম আপ ম্যাচের আগে ত্রিনিদাদে পৌঁছায়নি তার ক্রিকেট কিট ব্যাগ!
এত সমস্যার মধ্যেও অস্ট্রেলিয়ার লক্ষ্য কিন্তু মাঠেই। আগামী ৬ জুন তাদের প্রতিপক্ষ ওমান। উইন্ডওয়ার্ড ক্রিকেট ক্লাবের মাঠে ঐচ্ছিক ট্রেনিং সেশনে ঘাম ঝরান অ্যাস্টন অ্যাগার ও তার চার সতীর্থ।