Thursday , July 10 2025

৯ জনের দল নিয়েই শক্তি দেখালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:

গেল ২৬ মে আইপিএলের ফাইনাল ম্যাচে খেলার কারণে সময় হাতে নিয়ে দলের সঙ্গে যুক্ত হতে পারেন নি ট্রাভিস হেড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। এছাড়া আইপিল শেষ করে বিশ্রামের জন্য অস্ট্রেলিয়াতেই রয়ে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস। অর্থাৎ ১৫ সদস্যের ৬ জনই ছিলেন দলের বাইরে।

নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার জন্য ব্শ্বিকাপ স্কোয়াডের ৯ জন ছিলেন অ্যাভেইলেবল। এই ৯ জনকে নিয়েই মাঠে নামে অস্ট্রেলিয়া। বাকি ক্রিকেটরা তখন দলের সঙ্গে যোগ দিয়েছিল ঠিকই। কিন্তু ভ্রমণক্লান্তির কারণে মাঠে নামতে পারেননি।

একাদশ সাজানোর সুবিধার্থে একটা পর্যায়ে দলের হেড কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড, দুই সহকারী কোচ ও প্রধান নির্বাচক মিলিয়ে ৪ জন বিকল্প ফিল্ডারও মাঠে নামায় অস্ট্রেলিয়া।

তবে ম্যাচ জিততে কোনো অসুবিধাই হয়নি অস্ট্রেলিয়ার। ৯ জনের দল নিয়েই নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে অসিরা।

এদিন আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৯ রান করে নামিবিয়া। সর্বোচ্চ ৩৮ রান করেন জানি গ্রিন।

জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড ওয়ার্নার। ২০ বলে ফিফটি হাঁকান অসি বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটার।

২১ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেই মাঠ ছাড়েন ওয়ার্নার। আর ৫ বলে ১২ রান করে ওয়ার্নারের সঙ্গে দল জিতিয়ে মাঠ ছাড়েন উইকেটরক্ষক ব্যাটার ম্যাথিউ ওয়েড। তার আগে আউট হয়েছেন অধিনায়ক মিচেল মার্শ (১৪ বলে ১৮ রানআউট), জস ইঙ্গলিস (৪ বলে ৫) ও টিম ডেভিড (১৬ বলে ২৩)।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা নেন ৩ উইকেট। আর ৪ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন জস হ্যাজলউড।

About somoyer kagoj

Check Also

স্টেডিয়ামে শিরোপা উদযাপনের সময় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৩

স্পোর্টস ডেস্ক: আলজেরিয়ায় টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করেছে এমসি আলজার। সেই শিরোপা উদযাপনের বাধভাঙা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *