Thursday , November 7 2024

ঢাকায় এসেছেন ‘কুরুলুস উসমান’ খ্যাত অভিনেতা বুরাক

বিনোদন প্রতিবেদক:

জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’ সিরিজের অভিনেতা বুরাক অ্যাজিভিট ঢাকায় এসেছেন। এ অভিনেতা ২৪ মে ঢাকায় এসে পৌঁছান বলে জানা গেছে।

এর আগে বুরাক বৃহস্পতিবার (২৩ মে) তার সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি ঢাকার ভক্ত-অনুরাগীদের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা এখন হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট। আগামীকাল (২৬ মে) ঢাকার ভক্তদের সঙ্গে দেখা করবেন এ অভিনেতা।

অভিনেতা বুরাক অ্যাজিভিটের তুরস্ক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য ভক্ত রয়েছে। তিনি উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে রূপদান করে বিশ্বব্যাপী বিনোদনপ্রেমীদের মন জয় করেছেন। তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ অনুসরণ করে।

বুরাক অ্যাজিভিটের ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করেছেন।

About somoyer kagoj

Check Also

‘কারও জীবন নষ্ট করবেন না’, হঠাৎ কেন বললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক:ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের কাজ ও অনান্য বিষয়ে আপডেট সামাজিকমাধ্যমে নিয়মিত জানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *