Thursday , January 16 2025

কিরগিজস্তান থেকে হাজারের বেশি শিক্ষার্থী ফিরিয়ে নিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান। গত চার দিনে এসব শিক্ষার্থীকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বিশেষ দুটি ফ্লাইট কিরগিজস্তানে আটকা পড়া আরও ৩৪৮ জন শিক্ষার্থীকে পাকিস্তানে ফিরিয়ে নেওয়া হবে। শুক্রবার (২৪ মে) মধ্যরাতে ও শনিবার (২৫ মে) সকালে ইসলামাবাদ ও লাহোর থেকে ওই ফ্লাইট দুটি কিরগিস্তানের উদ্দেশ্যে ‍উড়াল দেবে।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) মুখপাত্র জানিয়েছে, জাতীয় পতাকাবাহী সংস্থাটি গত চার দিনে আটটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে হাজারেরও বেশি শিক্ষার্থীকে নিজ দেশে ফিরিয়ে এনেছি। আরও তিন শতাধিক শিক্ষার্থী দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। ‍খুব শিগগির তারা দেশের মাটিতে পৌঁছাবেন।

পিআইএর মুখপাত্র আরও বলেন, আমাদের আরও দুটি বিশেষ ফ্লাইট বিশকেকের জন্য অন্তর্ভুক্ত রয়েছে। একটি ফ্লাইট শুক্রবার মধ্যরাতে লাহোর থেকে ছেড়ে যাবে ও অন্যটি শনিবার সকাল ৮টায় ইসলামাবাদ থেকে ছেড়ে যাবে। এই দুটি ফ্লাইটে আরও ৩৪৮ জন শিক্ষার্থী বাড়ি ফিরে আসবে।

এর ১৩ মে একদল কয়েকজন কিরগিজ নাগরিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান কয়েকজন মিশরীয় মেডিকেল শিক্ষার্থী। ওই ঘটনার জেরে ১৭ মে রাতে বিশকেকের বিভিন্ন হোস্টেলে থাকা বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয় বাসিন্দারা। এমনকি, শিক্ষার্থীদের ব্যক্তিগত বাসভবনে ঢুকেও হামলা চালানো হয়। সেসব শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়রাও রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী কিরগিজস্তানের মেডিকেল কলেজগুলোতে ৯ থেকে ১৫ হাজার ভারতীয় শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আর পাকিস্তানি শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজারেরও বেশি। অন্যদিকে, দেশটির সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।

About somoyer kagoj

Check Also

ইতালির মিলানে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা, থাকছে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *