Saturday , January 18 2025

ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০ টি-২০ হারের রেকর্ড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের ক্রিকেট কি এগোচ্ছে নাকি পেছাচ্ছে? যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর এই প্রশ্নটা আবারও জেগে উঠেছে নতুন করে। একটি ম্যাচ হাতছাড়া হয়ে যেতেই পারে। তাই বলে টানা দুই ম্যাচে এমন খর্বশক্তির দলের বিপক্ষে হার?

বাংলাদেশ শুধু সিরিজ হারের লজ্জাই পায়নি, দ্বিতীয় টি-টোয়েন্টি হারের পর আরেকটি লজ্জার রেকর্ডে ঢুকে পড়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০ ম্যাচ হারের রেকর্ড গড়েছে টাইগাররা।

১৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০০টিতেই হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ আছে দ্বিতীয় স্থানে, ১৯৩ ম্যাচে ৯৯টি হেরেছে তারা।

তবে ম্যাচ হিসেবে ক্যারিবীয়দের পরাজয়ের শতকরা হার কম। তারা হেরেছে ৫১.২৯ শতাংশ ম্যাচ, বাংলাদেশ সেখানে হেরেছে ৫৯.৫২ শতাংশ।

নিউজিল্যান্ড ২১৬ ম্যাচে ৯০ হার (৪১.৬৬)। জিম্বাবুয়ে ১৪৫ ম্যাচ খেলে হেরেছে ৯৫টি। তাদের পরাজয় ৬৫.৫১ শতাংশ ম্যাচে।

এই পাঁচ দলের শতাংশ হিসেবে হারের পরিসংখ্যানে কেবল জিম্বাবুয়ের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। বাকি চার দল সংখ্যায় ম্যাচ অনেক হারলেও খেলেছেও বেশি ম্যাচ। অর্থাৎ জয়ের শতাংশ হিসেবে তারা বাংলাদেশের থেকে এগিয়ে।

About somoyer kagoj

Check Also

সিনিয়রদের অনুপস্থিতি তরুণদের মেলে ধরার সুযোগ: মিরাজ

স্পোর্টস ডেস্ক:২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *