Thursday , January 16 2025

৮০ ম্যাচে ১২৪৬ গোল, প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

শিরোপা নিষ্পত্তির জন্য শেষ দিনের অপেক্ষা। এমনটা ইংলিশ প্রিমিয়ার লিগে আগেও দেখা গিয়েছে, এবারও দেখা গেল। আর্সেনালকে পেছনে ফেলে টানা চতুর্থবারের মতো শিরোপা উঁচিয়ে ধরল ম্যানচেস্টার সিটি। শেষ রাউন্ডে ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে ৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে তারা। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়েই থাকতে হয় আর্সেনাল।
প্রিমিয়ার লিগ ইতিহাসে কোনো ক্লাবই টানা চারবার চ্যাম্পিয়ন হতে পারেনি। সিটির হাত ধরেই ভাঙেল সেই গেরো। এবারের মৌসুমে গোলের নতুন এক রেকর্ড। ৩৮০ ম্যাচ শেষে এবার প্রিমিয়ার লিগে গোল হয়েছে এক হাজার ২৪৬টি। ১৯৯২ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটিতে এর চেয়ে বেশি গোল আর কোনো মৌসুমে হয়নি।

টুর্নামেন্টের প্রথম মৌসুমে হওয়া ১ হাজার ২২২ টি গোলের রেকর্ড টিকে ছিল এতদিন। সে মৌসুমে আবার খেলেছিল ২২টি ক্লাব। ১৯৯৫-৯৬ মৌসুম থেকে ২০টি ক্লাবকে নিয়েই হয়ে আসছে এই টুর্নামেন্ট।

এবারের মৌসুমে সবচেয়ে বেশি ৯৬টি গোল করে চ্যাম্পিয়ন সিটি। দ্বিতীয় সর্বোচ্চ ৯১টি আর্সেনালের। এছাড়া তিনে থাকা লিভারপুল করেছে ৯১টি গোল। পয়েন্ট টেবিলের সাতে থাকলেও গোলের তালিকায় চারে আছে নিউক্যাসল ইউনাইটেড। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৮৫ গোল করে তারা এবার।

এদিকে সবচেয়ে বেশি ১০৪ গোল হজম করেছে একদম তলানিতে থাকা শেফিল্ড ইউনাইটেড। যা প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল হজমের রেকর্ড।

About somoyer kagoj

Check Also

সিনিয়রদের অনুপস্থিতি তরুণদের মেলে ধরার সুযোগ: মিরাজ

স্পোর্টস ডেস্ক:২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *